মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

Logo
Add Image
Pic

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। সেই পটভূমিতে পুলিশের অনেক কর্মকর্তা কর্মস্থলে ফিরে এলেও, অনেকে কয়েকদিন পর থেকে নিরুদ্দেশ হয়ে যান। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এমন ১৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এছাড়া, পৃথকভাবে যৌতুকবিরোধী মামলায় আরও একজন সহকারী পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

 

২৯ জুন, রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত মোট ১৪টি পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব নাসিমুল গনি।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় এবং জনস্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে বরখাস্তকৃত কর্মকর্তারা খোরপোষ ভাতা পাবেন।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, সাময়িক বরখাস্ত হওয়া ১৪ কর্মকর্তার মধ্যে রয়েছেন—
১.   পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন
     -এটিইউ-এর সাবেক পুলিশ সুপার। বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত। তিনি ১ জানুয়ারি থেকে বিনা                 অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
২.   পুলিশ সুপার মো. শাহজাহান
      -রংপুর জেলার সাবেক পুলিশ সুপার। বর্তমানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত। তিনি ১৬ জানুয়ারি থেকে                  কর্মস্থলে অনুপস্থিত।
৩.    পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল
       -নারায়ণগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার। বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত। তিনিও ১ জানুয়ারি থেকে          কর্মস্থলে অনুপস্থিত।
৪.    অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান
       -নৌ পুলিশের কর্মকর্তা। ২০২৩ সালের ৩ অক্টোবর থাইল্যান্ডে চিকিৎসার জন্য ১৫ দিনের ছুটি নিয়ে যান। ছুটি শেষে                কর্মস্থলে না ফিরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য আরও ৬০ দিনের ছুটি নেন। এরপরও দেশে ফেরেননি।
৫.     অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলাম
        -রমনা বিভাগের সাবেক এডিসি। বর্তমানে সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত। ২৬ জানুয়ারি থেকে অনুপস্থিত।
৬.    অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম
       -ডিএমপির সাবেক এডিসি। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
৭.    অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়রুল ইসলাম
       -ডিএমপির সাবেক এডিসি, বর্তমানে কক্সবাজার এপিবিএনে কর্মরত। ১৬ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত।
৮.   অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস
      -ডিএমপি ডিবির সাবেক এডিসি, বর্তমানে জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত। ২০২৩ সালের ২৬ অক্টোবর              থেকে কর্মস্থলে অনুপস্থিত।
৯.    অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা
       -রাঙ্গামাটি এপিবিএনে কর্মরত ছিলেন। ২ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত।
১০.  অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান
      -তেজগাঁও বিভাগের সাবেক এডিসি, বর্তমানে সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত। ২৯ জানুয়ারি থেকে কর্মস্থলে          অনুপস্থিত।
১১.   অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান
        -বরিশাল র‍্যাব-৮-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার। ২০২৩ সালের ১৩ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত।
১২.  সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান
        -রাজারবাগ পুলিশ টেলিকম ভবনে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত।
১৩.  সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল
       -কক্সবাজার উখিয়া এপিবিএনে কর্মরত ছিলেন। ২৮ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত।
১৪.   সহকারী পুলিশ সুপার আল ইমরান হোসেন
       -রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। ২০২০ সালের যৌতুকবিরোধী মামলার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “৫ আগস্টের পর থেকে প্রশাসনে অস্থিরতা ছিল। অনেকেই দেশে ছিলেন না। যাঁরা দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, তদন্তে তাদের বিরুদ্ধে পলায়নের প্রমাণ মেলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

 

সরকারি সূত্রগুলো বলছে, অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে পরবর্তী সময়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া চলমান।
 

Pic

জুয়েল রানা, বিশেষ প্রতিনিধি: প্রবাসে টাঙ্গাইলবাসীদের ঐক্য, সহযোগিতা এবং উন্নয়নমূলক কার্যক্রমে গতিশীলতা আনতে গঠিত টাঙ্গাইল জেলা সমিতি, ইউকে-র নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। ৯ জুন, রবিবার রাত ৯টায় লন্ডনে এ কমিটি ঘোষণা করা হয়।  সম্প্রতি যুক্তরাজ্যে প্রবাসী টাঙ্গাইলবাসীদের এক বিশেষ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইদুল হক (রাঙ্গা), এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আব্দুস সবুর তালুকদার (সাবু)। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি: মো. নাজমুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর হুসাইন (আসাদ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল রহমান তালুকদার (মামুন), সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, যুক্তরাজ্যে অবস্থানরত টাঙ্গাইল জেলার প্রবাসীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতেই তারা কাজ করে যাবেন। পাশাপাশি সমাজসেবামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রবাসে টাঙ্গাইলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এ সময় সভায় উপস্থিত প্রবাসীরা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

Pic

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ শাখার প্রায় ১৭ বছর পর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

 

২৯ জুন, রবিবার গোপালপুর ২০১ গম্বুজ মসজিদ অডিটোরিয়ামে সকাল ৯ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গোপালপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ফজিলা খাতুন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি ২০১ গম্বুজ মসজিদের পরিচালক গোপালপুর এবং ভুঞাপুরের এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।


গোপালপুর পৌর শাখার মহিলা বিভাগীয় সেক্রেটারি শিল্পী খাতুন এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন টাংগাইল জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাসরিন সুলতানা।অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন টাঙ্গাইল জেলা মহিলা বিভাগীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি সাজেদা আক্তার, জেলা কর্ম পরিষদ সদস্য রহিমা বেগম, জেলা  কর্ম পরিষদ সদস্য সেলিনা আক্তার কাকুলি আরো বক্তব্য পেশ করেন গোপালপুর উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার প্রমুখ ।এসম্মেলনে গোপালপুর উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌরসভা থেকে আগত প্রায় এক হাজার মহিলা জামায়াতের কর্মী  উপস্থিত ছিলেন।
 

Pic

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি, বগুড়া: বগুড়ার জেলার আদমদীঘির সান্তাহার পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৩৫ কোটি ২৭ লাখ ৪০ হাজার ৭০০ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।

 

৩০ জুন, সোমবার দুপুরে সান্তাহার পৌরসভার সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

 

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ঘাটতি হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৩০০ টাকা ও রাজস্ব খাতে আয় ১৬ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ২০০ টাকা। উন্নয়ন খাতে আয় ২০ কোটি ৫০ লাখ ৭৫ হাজার এবং উন্নয়ন খাতে ব্যয় ২০ কোটি ৫০ লাখ ৭৫ হাজার। রাজস্ব এবং উন্নয়ন খাতে মোট ১ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৩০০ টাকা ঘাটতি রেখে ৩৫ কোটি ২৭ লাখ ৪০ হাজার ৭০০ টাকা বাজেট প্রণয়ন করা হয়।

 

বাজেট অধিবেশনে যানজট, রাস্তাঘাট সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেন নির্মাণসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন প্রশাসক নিশাত আনজুম অনন্যা।

 

সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

আলোচিত খবর

Pic

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। সেই পটভূমিতে পুলিশের অনেক কর্মকর্তা কর্মস্থলে ফিরে এলেও, অনেকে কয়েকদিন পর থেকে নিরুদ্দেশ হয়ে যান। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এমন ১৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এছাড়া, পৃথকভাবে যৌতুকবিরোধী মামলায় আরও একজন সহকারী পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

 

২৯ জুন, রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত মোট ১৪টি পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব নাসিমুল গনি।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় এবং জনস্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে বরখাস্তকৃত কর্মকর্তারা খোরপোষ ভাতা পাবেন।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, সাময়িক বরখাস্ত হওয়া ১৪ কর্মকর্তার মধ্যে রয়েছেন—
১.   পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন
     -এটিইউ-এর সাবেক পুলিশ সুপার। বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত। তিনি ১ জানুয়ারি থেকে বিনা                 অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
২.   পুলিশ সুপার মো. শাহজাহান
      -রংপুর জেলার সাবেক পুলিশ সুপার। বর্তমানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত। তিনি ১৬ জানুয়ারি থেকে                  কর্মস্থলে অনুপস্থিত।
৩.    পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল
       -নারায়ণগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার। বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত। তিনিও ১ জানুয়ারি থেকে          কর্মস্থলে অনুপস্থিত।
৪.    অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান
       -নৌ পুলিশের কর্মকর্তা। ২০২৩ সালের ৩ অক্টোবর থাইল্যান্ডে চিকিৎসার জন্য ১৫ দিনের ছুটি নিয়ে যান। ছুটি শেষে                কর্মস্থলে না ফিরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য আরও ৬০ দিনের ছুটি নেন। এরপরও দেশে ফেরেননি।
৫.     অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলাম
        -রমনা বিভাগের সাবেক এডিসি। বর্তমানে সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত। ২৬ জানুয়ারি থেকে অনুপস্থিত।
৬.    অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম
       -ডিএমপির সাবেক এডিসি। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
৭.    অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়রুল ইসলাম
       -ডিএমপির সাবেক এডিসি, বর্তমানে কক্সবাজার এপিবিএনে কর্মরত। ১৬ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত।
৮.   অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস
      -ডিএমপি ডিবির সাবেক এডিসি, বর্তমানে জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত। ২০২৩ সালের ২৬ অক্টোবর              থেকে কর্মস্থলে অনুপস্থিত।
৯.    অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা
       -রাঙ্গামাটি এপিবিএনে কর্মরত ছিলেন। ২ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত।
১০.  অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান
      -তেজগাঁও বিভাগের সাবেক এডিসি, বর্তমানে সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত। ২৯ জানুয়ারি থেকে কর্মস্থলে          অনুপস্থিত।
১১.   অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান
        -বরিশাল র‍্যাব-৮-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার। ২০২৩ সালের ১৩ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত।
১২.  সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান
        -রাজারবাগ পুলিশ টেলিকম ভবনে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত।
১৩.  সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল
       -কক্সবাজার উখিয়া এপিবিএনে কর্মরত ছিলেন। ২৮ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত।
১৪.   সহকারী পুলিশ সুপার আল ইমরান হোসেন
       -রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। ২০২০ সালের যৌতুকবিরোধী মামলার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “৫ আগস্টের পর থেকে প্রশাসনে অস্থিরতা ছিল। অনেকেই দেশে ছিলেন না। যাঁরা দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, তদন্তে তাদের বিরুদ্ধে পলায়নের প্রমাণ মেলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

 

সরকারি সূত্রগুলো বলছে, অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে পরবর্তী সময়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া চলমান।
 

Pic

জুয়েল রানা, বিশেষ প্রতিনিধি: প্রবাসে টাঙ্গাইলবাসীদের ঐক্য, সহযোগিতা এবং উন্নয়নমূলক কার্যক্রমে গতিশীলতা আনতে গঠিত টাঙ্গাইল জেলা সমিতি, ইউকে-র নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। ৯ জুন, রবিবার রাত ৯টায় লন্ডনে এ কমিটি ঘোষণা করা হয়।  সম্প্রতি যুক্তরাজ্যে প্রবাসী টাঙ্গাইলবাসীদের এক বিশেষ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইদুল হক (রাঙ্গা), এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আব্দুস সবুর তালুকদার (সাবু)। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি: মো. নাজমুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর হুসাইন (আসাদ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল রহমান তালুকদার (মামুন), সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, যুক্তরাজ্যে অবস্থানরত টাঙ্গাইল জেলার প্রবাসীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতেই তারা কাজ করে যাবেন। পাশাপাশি সমাজসেবামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রবাসে টাঙ্গাইলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এ সময় সভায় উপস্থিত প্রবাসীরা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

Pic

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া যুদ্ধে ৬০ জন শহীদের শেষ বিদায়ের অনুষ্ঠানে হাজার হাজার ইরানির বিশাল উপস্থিতি, যার মধ্যে সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীরাও ছিলেন, এ ব্যাপারে বিশ্বের বৃহত্তম গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

 

পার্সটুডে জানিয়েছে, ইরান এবং ইরানিদের নাম আবারও বিশ্বের অনেক সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম হয়ে উঠেছে। ইরানিরা আবারও সামনে এসে দেখিয়েছে যে তারা কেবল শুধু যে আগ্রাসী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাই নয় একইসাথে তাদের শহীদ, মহান সেনা কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের রক্তের জন্য চিরকাল কৃতজ্ঞ থাকবে।

এক বিস্তারিত প্রতিবেদনে, তুর্কি টিআরটি টেলিভিশন নেটওয়ার্ক শেষ বিদায়ের অনুষ্ঠানকে "ঐতিহাসিক" বলে অভিহিত করে এ অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতির বিস্তারিত বিবরণ দিয়েছে।

 

চ্যানেল ফ্রান্স-২৪ ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনে শহীদদের শেষ বিদায় অনুষ্ঠানে হাজার হাজার ইরানির বিশাল উপস্থিতির কথা উল্লেখ করে যোগ করেছে যে জেনারেল সালামি, জেনারেল হাজিজাদেহ এবং জেনারেল বাকেরির মতো সিনিয়র কমান্ডারদের শেষ বিদায় জানানো হয়।

 

সিএনএন ছিল অন্যান্য মিডিয়া আউটলেটগুলির মধ্যে একটি যারা শহীদদের বিদায় জানাতে ইরানি জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি সম্পর্কে রিপোর্ট করেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসও এই বিদায় অনুষ্ঠানে "হাজার হাজার" ইরানির উপস্থিতির কথা উল্লেখ করেছে। রাশিয়ান মিডিয়াও এই অনুষ্ঠান এবং অন্যান্য মিডিয়াতে এর প্রতিফলন লক্ষ্য করা গেছে।

 

এই অনুষ্ঠানটি অনেক আরব মিডিয়ারও শিরোনাম হয়ে উঠেছে।
আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক এই অনুষ্ঠানের কিছু অংশ সরাসরি সম্প্রচার করেছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে শহীদদের জানাজা অনুষ্ঠানের কথা উল্লেখ করা অন্যান্য মিডিয়ার মধ্যে আল আরাবিয়াও ছিল।

ইরানের বিরুদ্ধে আগ্রাসনে, ইসরাইল ইরানের বেশ কয়েকজন বিশিষ্ট কমান্ডার এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানীকে শহীদ করেছে, যার মধ্যে রয়েছে আইআরজিসির সর্বাধিনায়ক জেনারেল সালামি।

 

ইসরাইল ইরানের বৈজ্ঞানিক ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তাদের শহীদ করে এই দেশের উপর তার বিজয়ের পথ সুগম করতে চেয়েছিল। কিন্তু তারা শুধু যে কেবল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়নি একই সাথে বিশেষজ্ঞদের মতে, তারা ইরানের কাছ থেকে আরও মারাত্মক আঘাত পেয়েছে।

 

ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিব এবং হাইফাসহ অধিকৃত অঞ্চলের অনেক অংশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং হাজার হাজার ইহুদিবাদী বসতি স্থাপনকারীকে দেশত্যাগ করতে বাধ্য করেছে।

 

১২ দিন পর, ইসরাইল অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে, কিন্তু এ কদিনে ইরানিদের ঐক্যকে শতগুণ বৃদ্ধি করেছে।
 

Pic

টাঙ্গাইল দর্পণ আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক সময়ে ইরানের সাথে ইসরায়েলের ১২ দিনের সংঘর্ষে নিহত শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের স্মরণে তেহরানে বিশাল রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিতে নেমেছিল মানুষের ঢল ।

 

ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানাজা অনুষ্ঠানের ভিডিও সম্প্রচার করে, যেখানে ইরানের লাল, সাদা ও সবুজ জাতীয় পতাকায় মোড়ানো কফিনগুলোর দিকে ছুটে যাওয়া মানুষের আবেগঘন দৃশ্য দেখা যায়। পটভূমিতে বাজানো হচ্ছিল দেশপ্রেমমূলক সঙ্গীত। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকেও উপস্থিত দেখা যায়, যিনি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জানাজায় অংশ নেন।

 

মঞ্চে প্রদর্শিত হয় নিহত কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার ছবি, যার মধ্যে ছিলেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি।

 

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, উপস্থিত অনেকেই আয়াতুল্লাহ আলি খামেনির ছবি বহন করেন এবং আমেরিকা ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে ৬২৪ জনেরও বেশি মানুষ নিহত হন। তাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিক।

 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত প্রায় ৬০ জনের জন্য রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান শুরু করেছে ইরান। নিহত ৬০ জনের মধ্যে সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা রয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, 'শহীদদের সম্মান জানাতে শেষকৃত্যানুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।'
 

Add

Site Counter

Online

2

Total

23k

Pic

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ওয়াকফকৃত জায়গায় মডেল মসজিদ নির্মাণ না করে সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

 

৩০ জুন, সোমবার দুপুরে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। 

 

মানববন্ধনে এলাকাবাসী ও মুসুল্লীগণ অভিযোগ করেন, ২০১৮ সালে নাগরপুরে মডেল মসজিদ নির্মাণের প্রস্তাবনা আসে ৪০ শতাংশ জায়গায় এই মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়। নিয়ম অনুয়ায়ী কমপক্ষে ৪০ শতাংশ জায়গা ইসলামি ফাউন্ডেশনের নামে রেজিষ্ট্রেশন করে দেয়ার বিধান রয়েছে। সে অনুয়ায়ী নাগরপুর ৫নং ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের জমি ইসলামি ফাউন্ডেশনের নামে ওয়াকফ করে দেয়। এরপর সংসদ নির্বাচনে আহসানুল ইসলাম টিটু এমপি নির্বাচিত হলে মসজিদটি অন্যত্র নির্মাণের চেষ্টা করেন। কিন্তু শর্ত অনুযায়ী জায়গা পাওয়া না গেলে তা নির্মাণ করা সম্ভব হয়নি।

 

সম্প্রতি স্থানীয় কতিপয় বিএনপি নেতা নাগরপুর সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়। ভিত্তিফলক নির্মাণ করে টাঙ্গাইলের জেলা প্রশাসককে গত ২৬ জুন বৃহস্পতিবার  উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু অজ্ঞাত কারণে জেলা প্রশাসক শরিফা হক তিনি ভিত্তিফলক উন্মোচন করেননি। এদিকে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মডেল মসজিদ নির্মাণের জন্য ওয়াকফকৃত জায়গা থাকা স্বত্বেও এভাবে কলেজ চত্বরে মসজিদ নির্মাণের বিষয়টি নাগরপুরের সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন এবং মেনেও নিচ্ছে না। 

 

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা এবং সরকারি কলেজে চত্বরে এভাবে মডেল মসজিদ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রস্তুাবিত মডেল মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য মো. তাজউদ্দীন, শিক্ষক মো. মিজানুর রহমান মিজান, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, স্থানীয় কলেজের শিক্ষার্থী শাহাদত হোসেন প্রমুখ।
 


Pic

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি, বগুড়া: নওগাঁয় জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইব্রেকারে ৮-৭ গোলে নওগাঁ সদর উপজেলা ফুটবল একাদশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মান্দা উপজেলা ফুটবল একাদশ।

 

২৪ জুন, মঙ্গলবার বিকেল ৪টায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে এ ফাইনাল খেলা শুরু হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলে ১-১ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত ৩০ মিনিট খেলা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। ট্রাইব্রেকারে পাঁচটি করে শটেও ৪-৪ গোলে ড্র হয়। পরে উভয়পক্ষ আরও তিনটা করে শট নেয়। পরিশেষে মান্দা উপজেলা ফুটবল ৮-৭ গোলে নওগাঁ সদর উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। তিনি বিজয়ী দলের হাতে এক লাখ ও বিজিতদলের হাতে ৫০ হাজার টাকা তুলে। এছাড়াও উৎসাহমূলক সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

 

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলু, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন, মান্দার ইউএনও শাহ আলম মিয়া, রাণীনগর ইউএনও রাকিবুল হাসান প্রমুখ।

 

ফুটবলের জনপ্রিয়তাকে তৃণমূল ছড়িয়ে দিতে নওগাঁ জেলার ১১ উপজেলা ফুটবল একাদশের অংশগ্রহণে নক আউট পর্বের এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত ২৫ মে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা স্টেডিয়াম মাঠ ছাড়াও মহাদেবপুর মিনি স্টেডিয়াম ও বদলগাছী মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের বিভিন্ন পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এর টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ছিল জেলা ক্রীড়া সংস্থা।

 

খেলায় ছিল দর্শকদের উপচে পড়া ভীড়। হাজার হাজার ফুটবল প্রেমী বৃষ্টি উপেক্ষা করে খেলা উপভোগ করেন। এবং এধরণের খেলা বারবার আয়োজনের জন্য অনুরোধ জানান তারা।
 

Pic

গোপালপুরে মহিলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ শাখার প্রায় ১৭ বছর পর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

 

২৯ জুন, রবিবার গোপালপুর ২০১ গম্বুজ মসজিদ অডিটোরিয়ামে সকাল ৯ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গোপালপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ফজিলা খাতুন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি ২০১ গম্বুজ মসজিদের পরিচালক গোপালপুর এবং ভুঞাপুরের এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।


গোপালপুর পৌর শাখার মহিলা বিভাগীয় সেক্রেটারি শিল্পী খাতুন এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন টাংগাইল জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাসরিন সুলতানা।অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন টাঙ্গাইল জেলা মহিলা বিভাগীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি সাজেদা আক্তার, জেলা কর্ম পরিষদ সদস্য রহিমা বেগম, জেলা  কর্ম পরিষদ সদস্য সেলিনা আক্তার কাকুলি আরো বক্তব্য পেশ করেন গোপালপুর উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার প্রমুখ ।এসম্মেলনে গোপালপুর উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌরসভা থেকে আগত প্রায় এক হাজার মহিলা জামায়াতের কর্মী  উপস্থিত ছিলেন।
 

Pic

শ্রীপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন

মোঃ সাইফুল্লাহ, মাগুড়া প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

 

২৮ জুন, শনিবার দিনব্যাপী উপজেলার নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মূখর পরিবেশে উপজেলার ১নং গয়েশপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেলে ভোট গণনা শেষে জেলা নেতৃবৃন্দ ফলাফল ঘোষণা করেন।

 

নির্বাচনে চন্ডিখালি-কালিনগর ৪নং ওয়ার্ডে ১০৮ ভোটের মধ্যে উভয়ে ৫২ ভোট পেয়ে সিরাজুল ইসলাম ও আব্দুর রশিদ ৫২ ভোট পেয়ে এবং ৫ নং ওয়ার্ডের মোট ভোটার ৯৭ ভোটের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম ৪৬ ভোট পেয়ে ড্র হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলী আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামসুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার  আব্বাস উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, উপজেলা বি এন পি নেতা ইদ্রিস আলীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন  বিএনপির নেতৃবৃন্দ।
 

Pic

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। সমাবেশ চলাকালে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

 

২৮ জুন, শনিবার শাহবাগ থানার ওসি খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশ চলাকালে ছুরিসহ এক ছিনতাইকারীকে আটক করে সমাবেশে আসা লোকজন। পরে ওই ছিনতাইকারীকে পুলিশের কাছে হস্তান্তর করে তারা। 

 

এদিন সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের প্রথম পর্ব শুরু হয়। এতে বক্তব্য দেন দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। সকাল থেকে দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দেন।
 

Pic

নাকের সৌন্দর্য রাইনোপ্লাস্টি, কারা করাতে পারেন এই ট্রিটমেন্ট?

মুখের গঠন ঠিক করতে এবং আরও নিখুঁত করে তুলতে আজকাল অনেকেই প্লাস্টিক সার্জারির সাহায্য নিচ্ছে। আর এসব সার্জারির মধ্যে বর্তমান সময় সবচেয়ে বেশি জনপ্রিয় রাইনোপ্লাস্টি। এই সার্জারির মাধ্যমে চ্যাপ্টা, বোঁচা, বাঁকা, ছোট বা বড় নাককে পেতে পারেন আপনার মনের মতো করে। শুধু তা-ই নয়, মোটা নাক সরু করতে কিংবা সরু নাক বড় করতেও রাইনোপ্লাস্টি উপযোগী। নাকে আঘাত পেলে কিংবা কোনো জন্মগত ত্রুটি থাকলে সেটাও সারিয়ে তোলা যায় এই প্লাস্টিক সার্জারির মাধ্যমে। অনেক সময় দেখা যায়, নাকের গঠনের জন্য শ্বাস নিতে সমস্যা হচ্ছে, তখনো রাইনোপ্লাস্টির সাহায্যে এটি ঠিক করা সম্ভব। রাইনোপ্লাস্টি খুব ছোট অস্ত্রপচার। এটি সম্পূর্ণ নিরাপদ। সাধারণ কিছু পরীক্ষার পরই এই ধরনের অস্ত্রপচার করা হয়। বয়স ১৮ বছরের বেশি হলে, যে কেউ এই সার্জারি করাতে পারবেন। ৫০-এর কোঠায় পৌঁছে অনেকেই শ্বাসকষ্টে সমস্যায় ভোগেন। নেপথ্যে যদি নাকের গঠন থাকে, তখন রাইনোপ্লাস্টি করা পরামর্শ দেন চিকিৎসকেরা। রাইনোপ্লাস্টি করার পর ৭ দিনের মধ্যে আপনি সুন্দর নাক পেতে পারেন। তবে অস্ত্রপচারের পর নরম খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়, যাতে নাকের ওপর চাপ না পড়ে। এই কসমেটিক সার্জারি আজকাল যে কেউ করাচ্ছেন। মডেল, ইনফ্লুয়েন্সার, অভিনেতা-অভিনেত্রী অনেকেই সাহায্য নেন রাইনোপ্লাস্টির। এই কসমেটিক সার্জারির পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এবং ভালো কসমেটিক সার্জেনের তত্ত্বাবধানে রাইনোপ্লাস্টি করা উচিত।

Pic

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

তীব্র গরমে অতিষ্ট মানুষ। গরমের পাশাপাশি রয়েছে ব্যস্ততা। যতই দিন যাচ্ছে, ততই মানুষের ব্যস্ততা বাড়ছে। সারাদিনের কাজের চাপ, ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। নিজেকে সুস্থ রাখতে তাই ব্যায়ামের পাশাপাশি খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। সেক্ষেত্রে খাদ্য তালিকায় রাখতে পারেন কিছু খাবার। এসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন ১. লেবু পানি গরমের সময় লেবুর শরবত পান করলে তা শরীরের ক্লান্তি দূর করবে। সেক্ষেত্রে একদম সাধারণ পানিতে লেবুর রস মিশিয়ে পান করা যেতে পারে। তবে যাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নেই, তারা স্বাদের জন্য সামান্য লবণও ব্যবহার করতে পারেন। ২. ওটস কার্বোহাইড্রেট এবং ভিটামিন বি-এর পরিমাণ ওটসের মধ্যে প্রচুর। এই দুই উপকরণ শরীরে ভরপুর এনার্জির জোগান দেয়। সকালের নাশতায় তাই ওটস রাখা জরুরি। ফাইবার সমৃদ্ধ ওটস অনেকক্ষণ পেটও ভরিয়ে রাখে। এতে বারবার খাওয়ার প্রবণতা কমে। ৩. দই দই এ প্রচুর পরিমাণে প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকে। যা এনার্জির ঘাটতি পূরণ করার সবচেয়ে জরুরি উপাদান। তাই প্রতিদিন ১ কাপ দই খান। ক্লান্তি আসবে না শরীরে। ৪. চর্বিহীন প্রোটিন চর্বিহীন প্রোটিন সুষম খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ। এটি ক্লান্তির সঙ্গে লড়াই করতে সাহায্য করে। খাদ্যতালিকায় প্রতিদিন প্রাণিজ প্রোটিন; যেমন মুরগি, ডিম, টার্কি, চর্বিযুক্ত মাছ এবং উদ্ভিজ্জ প্রোটিন; যেমন লেগুম, টফু, সয়া পণ্য, ডাল ইত্যাদি রাখতে হবে। ৫. বাদাম ও বীজ বাদাম ও বীজ আপনার শরীরের ক্লান্তি দূর করতে এবং ক্ষুধার বিরুদ্ধে লড়ার জন্য সেরা খাবার। তাই আপনার প্রতিদিনের খাবারে বাদাম ও বীজ রাখুন। এটি আপনার শরীরে স্বাস্থ্যকর পুষ্টি এবং শক্তি সরবরাহ করে ক্লান্তিভাব দূর করবে। ৬. কাঁচা আমের শরবত কাঁচা আমের মাঝে ভিটামিন-সি থাকে। কাঁচা আমের সাথে মরিচ যুক্ত না করে যদি এটিকে শরবত হিসেবে খাওয়া যায়, তাহলে গরম কম অনুভব হতে পারে। ৭. কম মশলা জাতীয় খাবার মশলা জাতীয় ভারি খাবার খেতে ভালো লাগলেও গরমের সময় কম মশলা জাতীয় খাবারের ওপর জোর দিতে হবে। কারণ এগুলো সহজে হজমযোগ্য। ৮. পালংশাক এই শাকে থাকা আয়রন এবং ম্যাগনেসিয়াম শরীরের ক্লান্তি দূর করবে সহজেই। তাই খাদ্যতাীরকায় মাঝে মাঝে পালংশাকের রেসিপি রাখুন।তবে প্রতিদিন খেলে পেটে সমস্যা হতে পারে। এজন্য মাঝেমধ্যে খান। তবে কাঁচা না খাওয়াই ভালো। ৯. চা বা কফি শরীরকে চাঙা করতে চা বা কফি বিশেষ সহায়ক। এটি হৃৎযন্ত্রের কর্মক্ষমতা বাড়ায়, শ্বাস-প্রশ্বাসের হার বাড়ায় এবং শরীরকে উদ্দীপ্ত রাখে। তবে চা বা কফি বেশি পান করলে রাত্রে নিদ্রাহীনতা দেখা দিতে পারে। ১০. কলা কলা আপনার শরীরে শক্তি সরবরাহ করার জন্য অন্যতম একটি ভালো খাবার। এতে থাকা পটাশিয়াম, ফাইবার, ভিটামিন এবং কার্বোহাইড্রেট আপনার শরীরে শক্তি সরবরাহের একটি বড় উৎস হিসেবে কাজ করবে এবং আপনাকে ক্লান্তিভাব দূর করতেও সহায়তা করবে। ১১. পাতলা স্যুপ স্যুপকে অনেকে মজা করে রোগীর খাবার বলে থাকেন। তবে গরমের সময় একদম ‘ক্লিয়ার ভেজিটেবল’ স্যুপ (পাতলা করে সবজি স্যুপ) খেলে তা শরীরের জন্য উপকারী।

Pic

শিশুদের কৃতজ্ঞতা ও দায়িত্বশীলতা শেখাবেন যেভাবে

টাঙ্গাইল দর্পণ লাইফ স্টাইল: শিশুদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে দুটি গুরুত্বপূর্ণ গুণ হলো কৃতজ্ঞতা ও দায়িত্বশীলতা। শিশুরা তাদের পরিবারের পাশাপাশি স্কুল, প্রতিবেশী ও বাইরের পরিবেশ থেকে বিভিন্ন জিনিস শেখে ও এভাবেই তৈরি হয় একটি শিশুর ব্যক্তিত্ব। তবে সঠিক পদ্ধতিতে অভিভাবকরা কৃতজ্ঞতা ও দয়াশীলতার মতো মূল্যবোধগুলো শিশুদের মনে গেঁথে দিতে পারেন। প্রাথমিকভাবে এটি কঠিন মনে হলেও পরিকল্পনা ও নিয়মিত চর্চার মাধ্যমে নিশ্চিতভাবেই শিশুদের মধ্যে এই গুণগুলো তৈরি করা সম্ভব। জেনে নিন কীভাবে শিশুদের আরও দয়ালু ও কৃতজ্ঞতাবোধ সম্পন্ন করে তোলা যায়- ১. তাদের জন্য রোল মডেল বা আদর্শ হয়ে উঠুন শিশুরা আপনার কাছ থেকে শেখে এবং আপনার আচরণ অনুকরণ করতে খুব পটু। তাই তাদের জন্য একটি আদর্শ রোল মডেল হোন এবং এমন উদাহরণ দিন যা তারা নিজের জীবনে যোগ করতে পারে। যেমন, কারো সাহায্য নিলে ‘ধন্যবাদ’ বলা, অন্যের প্রচেষ্টার প্রশংসা করা ইত্যাদি। এভাবে তারা ভালো মূল্যবোধ নিয়ে বড় হবে। ২. সহানুভূতি শেখান কোনো বিষয় বুঝিয়ে বলার সময় শিশুকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনা বলুন। যেমন, কেউ যদি আপনার শিশুর কথায় কষ্ট পায়, তাহলে তাকে জিজ্ঞাসা করুন - ‘তারা কেন মন খারাপ করেছে বলে তুমি মনে করো?’ এভাবে চিন্তা করা শিখলে আপনার শিশুর মনে সহানুভূতি ও অন্যকে বোঝার অভ্যাস গড়ে উঠবে। ৩. প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস করান পরিবারে সদস্যদের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করার আচরণগুলো অন্তর্ভুক্ত করুন। কারো দ্বারা উপকৃত হলে তা স্বীকার করা ও ধন্যবাদ দেওয়ার অভ্যাস করুন। ৪. শিশুকে ঈশপের গল্পের মতো মূল্যবোধ সৃষ্টিকারী বই পড়তে দিন শিশুদের জন্য গল্প বা বই পড়া একটি মজার ও কার্যকরী উপায়। তারা গল্পের চরিত্রগুলো অনুকরণ করতে চায় এবং নিজেদের কল্পনা করে। তাদের জন্য একটি শক্তিশালী রোল মডেল তৈরি করুন যিনি দয়ালু, সহানুভূতিশীল এবং সবার প্রিয়। ৫. শিশুর প্রচেষ্টাকে স্বাগত জানান যখনই দেখবেন আপনার শিশু দয়াশীল আচরণ করছে, তাকে প্রশংসা করুন। যদি সে তার খেলনা অন্য কারো সঙ্গে শেয়ার করে, তাহলে তাকে জানান যে তার এই কাজটি আপনাকে গর্বিত করেছে। এই প্রশংসা তাকে আরও বেশি দয়াশীল হতে উৎসাহিত করবে। শিশুদের কৃতজ্ঞতা ও দয়াশীলতা শেখাতে অভিভাবকের ভূমিকা সবচেয়ে শক্তিশালী হতে পারে। আপনার শিশুর সামনে অনুকরণীয় রোল মডেল হাজির করা তাই আপনারই দায়িত্ব।

Pic

গ্রীষ্মকালে ত্বক-চুলের যত্নে পাঁচটি ঘরোয়া টিপস

টাঙ্গাইল দর্পণ লাইফ স্টাইল: গ্রীষ্মকালে তাপমাত্রার বাড়বাড়ন্ত শুধু শরীরকেই ক্লান্ত করে না, ত্বক ও চুলের ওপরও ফেলে মারাত্মক প্রভাব। অতিরিক্ত ঘাম, ধুলোবালি আর রোদে ত্বক ও চুল হয়ে পড়ে রুক্ষ আর বিবর্ণ। বাজারের দামি প্রসাধনী না কিনেও কিছু ঘরোয়া উপাদানে গরমকালেও আপনি রাখতে পারেন নিজেকে সতেজ ও সজীব। চলুন জেনে নেই, গরমে ত্বক ও চুলের যত্নে ৫টি কার্যকরী ঘরোয়া টিপস • শসা ও মধুর ফেসপ্যাক: শসা ত্বক ঠান্ডা রাখে এবং রোদে পোড়া দাগ হালকা করে। মধু ত্বকে আর্দ্রতা ধরে রাখে। যেভাবে ব্যবহার করবেন: ১ টেবিল চামচ শসার রস ও ১ চা চামচ মধু মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন। • লেবু ও গোলাপজলের টোনার: লেবুতে আছে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট ও ভিটামিন সি, যা ত্বক উজ্জ্বল করে। গোলাপজল ত্বক ঠান্ডা করে এবং রোমছিদ্র বন্ধ রাখতে সাহায্য করে। যেভাবে ব্যবহার করবেন: সমান পরিমাণ লেবুর রস ও গোলাপজল মিশিয়ে তুলায় নিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সন্ধ্যায় ব্যবহার করতে পারেন। • লিচু ও দইয়ের হেয়ারপ্যাক: গরমে চুল রুক্ষ হয়ে যায় এবং স্ক্যাল্পে ঘাম জমে খুশকি বাড়ে। লিচুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও দইয়ের ল্যাকটিক অ্যাসিড চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে। যেভাবে ব্যবহার করবেন: ২-৩টি পাকা লিচু চটকে তার রস বের করুন। এতে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগান। ২০ মিনিট রেখে শ্যাম্পু করুন। • অ্যালোভেরা জেল ব্যবহার করুন ত্বক ও চুলে: অ্যালোভেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এটি চুলের গোঁড়া শক্ত করে এবং রোদে পোড়া ত্বক ঠান্ডা রাখে। যেভাবে ব্যবহার করবেন: চুলে শ্যাম্পুর আগে অ্যালোভেরা জেল স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ত্বকে ঘুমানোর আগে পাতলা করে লাগান। ফ্রেশ গাছের পাতাও ব্যবহার করতে পারেন। • পাকা কলা ও নারকেল তেলের প্যাক চুলের জন্য: পাকা কলা চুলের রুক্ষতা কমায় আর নারকেল তেল চুলে পুষ্টি জোগায়। যেভাবে ব্যবহার করবেন: ১টি পাকা কলা চটকে ১ চামচ নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ বার ব্যবহার করুন।

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭